ইসকন নিষিদ্ধে চতুর্থ বিশ্ব যুদ্ধের হুমকি নরেন্দ্র মোদীর

তু তো মেরা লেওরা দেখেছি, তলোয়ার তো নেহি দেখা বাপু!” বলেই নিজের ধুতি খুলতে উদ্বত হলে সাংবাদিক তাকে রুখে দিয়ে সুন্দরবন দেখা থেকে নিজেকে এ যাত্রায় রক্ষা করেন৷ 



নিউজ ডেস্ক. স্যাটায়ার বাংলা 

বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হলে চতুর্থ বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর প্রেসিডেন্ট নরেন্দ্র দামোদর মোদী৷ 

গতকাল এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 

ঐ সাক্ষাৎকার চলাকালীন মোদীকে বেশ উত্তপ্ত ও হর্ণি দেখাচ্ছিলো৷ 

মোদী বলেন, “ইসকন বাংলাদেশে যা ঘটিয়েছে, নিঃসন্দেহে তা বিশ্বে সমকামিদের অধিকার প্রতিষ্ঠা করবে। ”

“ইসকন বন্ধ করলে আমরা পিঁয়াজ দেয়া বন্ধ করব৷ গরু পাঁচার রুখে দেবো যাতে বাংলাদেশে মাংস খাওয়া বন্ধ হয়ে যায়৷ ”

মোদিজী আরো বলেন, “ তু তো মেরা লেওরা দেখা হ্যায়, তলোয়ার তো নেহি দেখা বাপু!” বলেই নিজের ধুতি খুলতে উদ্বত হলে সাংবাদিক তাকে রুখে দিয়ে সুন্দরবন দেখা থেকে নিজেকে এ যাত্রায় রক্ষা করেন৷ 

বাংলাদেশে ইসকন বন্ধ হলে, আমি খানাপিনা ছাড়ব ও বাংলাদেশে এটাক করে চট্টগ্রাম নিয়ে নেবো বলেও হুমকি দেন তিনি৷ 

এদিকে মোদীর এ বক্তব্যের পর বাংলাদেশ থেকে তাকে একটি মুচকি হাসো সম্বলিত চিঠি পাঠান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা নাসির৷ 

নাসির বলেন, “মোদীজির বক্তব্য খুবই এনজয় করেছি৷ আমিও তখন নেশাগ্রস্ত ছিলাম৷  টিভি ছেড়ে মদ মাংস নিয়ে বসেছিলাম। একটু বিনোদন না হলে নেশা চড়ে না৷ ”

এদিকে ঐ বক্তব্যের সময় নরেন্দ্র মোদী পিনিকে ছিলেন কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি৷ 

এসময় ইসকনকে পৃথিবীর সবচেয়ে সুশীল সংগঠন, ভারতকে পৃথিবীর সবচেয়ে সহিষ্ণু, অসাম্প্রদায়িক ও পরিচ্ছন্ন দেশ হিসেবে দাবী করেন। 

নবীনতর পূর্বতন