জাতীয়পার্টির নামে মামলা প্রসঙ্গে তিনি বলেন, “মামলাগুলোর কোন ভিত্তি নাই। আর ভিত্তি থাকলেও পবলেম নাই৷ শেখ হাসিনার নামে কম মামলা হয়নায়। শেখ হাসিনার চেয়ে আমাদের মামলার সংখ্যা কম৷ সে তুলনায় আমরা হাসিনাত্থে কম ফেছিবাদ।’’
রাজনীতিবেদক. স্যাটায়ার বাংলা
প্রয়াত স্বৈরাচার, বুদ্ধিজীবী ও প্রয়াত কবি হোমু এরশাদের ছোট ভাই, জাতীয় পার্টি -টু এর বর্তমান নায়েবে আমীর ক্বদরিয়া বংশের সুযগ্য সন্তান জিএম ক্বদের “ইউসুব সরকার আমাদের পাছা মেরে জুতো দান” করেছে বলে মন্তব্য করেছেন৷
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সংস্কৃতিক পার্টির এক সভায় এ মন্তব্য করেন জাতীয় পার্টির বেঁচে থাকা এই মুকুট বেচে খাওয়া সম্রাট৷
ক্বদরিয়া বংশের এই সুযগ্য সন্তান বলেন, ‘ফেছিবাদী খুনি আওয়ামিলীগের আমলে একমাত্র আমরাই মাঠে আওয়ামিলীগের বিরোধিতা করেছি৷ বিএনপি তখন জাফর ইকবালের নেয় ঘরের ভেতর গর্ত খুঁড়িয়া গর্তযোদ্ধা হয়ে ছিল৷ আমরাই আওয়ামি শক্তির বিরুদ্ধে জাতীয় বিরধী দল হয়ে বিরোধিতা করেছি৷ তখন বৈষম্যকারী ছাত্রদল ছিলনা, ছিলনা কোন বাম দল৷ ঐ সংসদে তখন জাতীয় পার্টি ছাড়া এত সাজানো গোছানো ভাব সমালোচনা করিবার মুরোদ ছিলনা৷ ’
ক্বাদরিয়া বংশের কাদেরের চোখে এসময় অশ্রু দেখা যায়৷ অশ্রু মুছতে মুছতে ক্বদরিয়া বংশের উজ্জ্বল এই নক্ষত্র বলেন, “আজ আমরাই নিগৃহীত, অত্যাচারিত, নিপিড়ীত। জাতীয়পার্টি শুনলেই সকলে মারিতে উদ্ধত হয়৷ ইউসুব সরকারের ইন্ধনে আমাদের অফিস পোড়ান হইল। আর এখন ইউসুব সরকার এসব বিষয়ে কুলুব এঁটে আমাদিগকেই বলে, ‘আগে লাইনে এস’ এযেন পুটু মেরে জুতো দান!’
জাতীয়পার্টির নামে মামলা প্রসঙ্গে তিনি বলেন, “মামলাগুলোর কোন ভিত্তি নাই। আর ভিত্তি থাকলেও পবলেম নাই৷ শেখ হাসিনার নামে কম মামলা হয়নায়। শেখ হাসিনার চেয়ে আমাদের মামলার সংখ্যা কম৷ সে তুলনায় আমরা হাসিনাত্থে কম ফেছিবাদ।’’
নতুন উপদেষ্টাদের প্রশ্নে কাদের বলেন, “নতুন উপদেষ্টারা ভালই৷ পাম প্রদান করিলেই গলিয়া জল। শেখাছিনাকে যেমন পাম দিয়া বিরধী দল বাগাইয়া লইয়া ছিলাম, সে প্রেসেসিংই চলতেছে। মনে রাখবেন, জাতীয়পার্টি একটি জাতীয় কুফা, আমাদের যেই বিরধী দল বা সরকারে ইনকুলুড করিয়া লয় সে দলই মুখ থুবড়ে পরে৷ আশাকরি পাম দিতে দিতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদিগকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিরধী দল হিসেবে ঘোষণা করিবে, কিছুদিন পর এই সরকারও স্বমূলে ধ্বংস হইবে৷”