রিভাকে ‘ডিম’ ছাড়া রিমান্ড দেব: পুলিশ

রিমান্ডে মোরগ নাকি মুরগীর ডিম দেয়া হবে, সাংবাদিকদের এই প্রশ্নে রেজাউল বলেন, “আপাতত ডিম নয়, ডিম ছাড়াই এক সুষ্ঠু গণতান্ত্রিক রিমান্ড আমরা তাহাকে দিতে চাই— কোনরকম হাতের স্পর্শ ছাড়াই৷ ”

নিজস্ব প্রতিবেদক.  স্যাটায়ার বাংলা 

গ্রেপ্তারকৃত ইডেন শাখা ছাত্রলীগ অভিনেত্রী, কয়েকবার দল হইতে আন্দোলন পূর্বে বিতাড়িত, আন্দোলনের পর অপমানিত, সামাইন্য কমিশন খোর রিভাবে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একসময় দারুণ ছাত্রী ছিলেন তিনি৷ ছাত্রলীগ নেতাদের সাথে করতেন অভিনয়৷ সেখান হইতে কোন এক ছাত্রলীগ কর্মীর পরামর্শে কাইল্যা কচুর চাষ শুরু করেন তিনি৷ সেই কচু কাটতে কাটতেই হলেন ইডেন হলের সবচেয়ে বড় ডাকাইত। 

পয়সা খুঁজিবার মতো অনেক খোঁজার পর ছাত্রলীগের এই জ্বলজ্বল করা নক্ষত্রীকে অবশেষে ১৫ই ডিসেম্বর দিবাগত রাতে গ্রেফতার করে ডিবি৷ 

গ্রেফতারের পর তার লাগেজ হইতে ইডেনে সিট বেচার অল্প কিছু কমিশন, কয়েক বোতল ব্র্যান্ডি ও ইণ্ডিয়ার ভিসা-পাসপোর্ট উদ্ধার করেছে ডিবি। 

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

রেজাউল বলেন, “এ বড় কঠিন ধুরন্ধর মহিলা৷ প্রথমে চাইছিল পলাইয়া যাইবে৷ কিন্ত সে তো আর ডিবি রেজাউলকে চেনেনা৷ আমার কথায় বাঘে মহিষে এক ঘাটে মোতে৷  এর যে ছক তা দেখলেই বুঝা যায়,  ইহা ছাত্রলীগ বৈ অন্য কিছু হইবার নয়!”

তিনি বলেন, “আমরা তার ১০ দিনের  রিমান্ড চেয়েছি,  আদলত দিয়ছে মোটে ২ দিন! এ কেমন বৈষম্য?  অন্যদিকে পুরুষদের রিমান্ড ২ দিন চাইলে দশদিন দেয়। এর চরম জবাব দিতে হবে ইউসুব সরকার কে৷ ”

রিমান্ডে মোরগ নাকি মুরগীর ডিম দেয়া হবে, সাংবাদিকদের এই প্রশ্নে রেজাউল বলেন, “আপাতত ডিম নয়, ডিম ছাড়াই এক সুষ্ঠু গণতান্ত্রিক রিমান্ড আমরা তাহাকে দিতে চাই— কোনরকম হাতের স্পর্শ ছাড়াই৷ ”

একসময় ইডেন কেম্পাসকে নাকে দড়ি দিয়া ঘুরাত রিভা৷ ইডেনের সিড়ির নিচে বিড়ির দোকান,  ক্যান্টিন সর্বস্তর হইতেই টুপাইস চাটিতেন এই নেত্রী৷ 

প্রতিমাসে কেম্পাস জুড়িয়া এই চাটাচাটিতে তাহার ইনকাম হইত ১২ লক্ষ টাকা! কেন্টিন থেকেও মাসে আদায় করিতেন দুই লক্ষ ৪০ হাজার টাকা৷  

তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি সহ হলের সিট ভাড়া দিয়ে টাকা খাওয়ার অভিযোগ। এবিষয়ে জানতে চাইলে রিভা বলেন, ‘মানুষ মরনশীল, আমি ভুল করেছি৷ ভুল করিয়া ফুল ছুঁয়েছি দয়াকরে আমাকে ক্ষমা করিয়া দেন৷’

হুহু করে কাঁদতে কাঁদতে বাংলার এই মাহলিকা বলেন, ‘মাং লুংগা মেইন তুঝসে আব তওবা নহী, সাচ মেইন মাফী মাংগতা হুঁ, কই শোহরত নহী। দিল কি গালতী কো মেইন আব সামঝনে লাগা,যো তূনে দিয়া, সে কর্জা মেইন চুকা নহী।’

চোখের পানি মুছতে মুছতে রিভা বলেন, “নান উন্নিডাম ইপোধু তাওবা সেয়্যাপ্পোভধিল্লাই, নেইরামাগা মান্নিপ্পু কেটকিরেন, পুগল ইল্লাই। ইধায়ত্তின் তাওরু নান ইপোধু পুরিন্দুকন্ডেন, নী কোডুথ্থাদু, আন্দা কড়ানাই নান সেলুথা মুড়িয়াভিল্লাই।"

নবীনতর পূর্বতন