এসময় রাহুল গান্ধীকে এগিয়ে গিয়ে মোদীর কানের নিচে চপেটাঘাত করার চেষ্টা করতে দেখা যায়৷ কানের গোড়ায় থাপ্পড় হালকা লেগেছে, খবর রয়টার্সের।
আন্তর্জাতিক ডেস্ক. গদি মিডিয়া ইন
ভারতীয় সংবিধান প্রণেতা বি আর আম্বেডকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যকে ঘিরে পার্লামেন্ট ভবন চত্বরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-সঙ্গে বিরোধীদল কংগ্রেস সদস্যদের ধস্তাধস্তি হয়।
আরও পড়ুন:
এসময় রাহুল গান্ধীকে এগিয়ে গিয়ে মোদীর কানের নিচে চপেটাঘাত করার চেষ্টা করতে দেখা যায়৷ কানের গোড়ায় থাপ্পড় হালকা লেগেছে, খবর রয়টার্সের।
রাতে রয়টার্সের এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন মোদীজি।
ঐ সাক্ষাৎকারে মোদী বলেন, “তর্কাতর্কির এক পর্যায়ে আমি দেখতে পাই রাহুল চুপিচুপি আমার দিকে এগুচ্ছেন। আমি ভেবেছি হয়ত কোন গুবন কথা বলতে এগিয়ে আসছেন। ওমা কাছে আসার পরেই আমি হকচকিত হই, বুঝতে পারি রাহুল আমাকে থাপ্পড় মেরে জিততে এসেছে৷ ”
চোখ মুছতে মুছতে ইন্ডিয়ান কাউসেফ এসোসিয়েশনের এই নেতা বলেন, “রাজনীতি করতে করতে বুড়ো হয়ে গেছি৷ কখনো চড় থাপ্পড়ের সম্মুখীন হইনি৷ অথচ আজ হাঁটুর বয়োসী এক ছেলে আমাকে এসছে থাপ্পড় মারতে?”
‘আপনার কানের গোড়ায় কি থাপ্পড়টা লেগেছে?’ প্রশ্নের জবাবে নরেন্দ্র দামোদর মোদী বলেন, ‘ থাপ্পাড কান কি গোডায় মে লাগা হাই লেকিন মেই দার্দ নেহি পায়া৷ আগার দার্দ ভি হুয়া তোহ মিডিয়া কি সামনে ও বাত নেহি কহুংগা, লেকিন মিডিয়া নে খুদ দেখা হ্যাই রাহুল মুঝে থাপ্পাদ মারনে আয়া থা৷ ইসকা নায়আয় হোনা চাইয়ে৷ রাহুল কো রিমান্ড মেই লিয়া জায়েঙ্গা। রিমান্ড মে লেকার সারে সাঁজিশন কো পিচিসে বাহার দুঙ্গা”
রয়টার্সের বরাত দিয়ে ঐ সংবাদে দাবী করা হয়, এরপর বিজেপি’র অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে৷