ইলিয়াসের টকশো তে নকল মেজর ডালিম

আসল ডালিম মরেছে, কাল ইলিয়াসের সাথে টকশো করেছে ডালিমের ভাই হালিম

চিত্রঃ ডালিমের ভাই হালিম

নিজস্ব প্রতিবেদক.  গদি মিডিয়া ইন

৫ই জানুয়ারি সরাসরি ইন্দ্রলোচন শর্মার ইউটিউব লাইভে এসে চমকে দিয়েছিলেন মুজিব হত্যার প্রধান আসামী মেজর শরিফুল হক ডালিম৷ 

এরই মধ্যে খবর বেরিয়েছে, যাকে ডালিম ভাবা হচ্ছে সে আদৌ ডালিম নন, তিনি ডালিমের ভাই হালিম৷ একটি ফেসবুক পোস্টে এমন দাবী করেন হালিম। 

আরো পড়ুন:

কবর থেকে ফিরে এলেন মুজিব খুনী মেজর ডালিম

হালিম ঐ পোস্টে বলেন, “সকাল সকাল মদ গিলে ফেসবুকে একটু হাগতে বসেছি কেবল। খবর এলো, আমার নাকি কাল লাইভ হয়েছে, আর সেখানে দর্শকও নাকি ছিলো আট লাখ! হঠাৎ এত দর্শকের কথা শুনে নেশা কেটে গেলে মনে পরে, হ্যাঁ তাইতো— কাল তো ইন্দ্রলোচনের লাইভে ছিলাম। আমার ভাই মেজর ডালিম গত হয়েছেন, আমি তার ছোট ভাই হালিম৷ সবাই আমাদের গুলিয়ে ফেলেন৷”

অনেকেই আপনার আঙুল দেখতে চায় কেন, প্রশ্নের জবাবে হালিম বলেন, “বড় ভাইয়ের বাম হাতের মধ্যমাঙ্গুলি নাই৷ তিনি তার মিডল ফিঙ্গার শেখ পরিবারকে দান করেছেন৷ সবাই আঙুল দেখাতে এ কারণে বলেন, আমার বড় ভ্রাতের একটা আঙ্গুল নাই কিন্তু আমার দুই হাতে বারোটি আঙ্গুল আছে৷ 

নবীনতর পূর্বতন