ভারত সব বন্ধু রাষ্ট্র হারাচ্ছে

ভারত তো এখন হতবাক, সে মনে করে ছিল যে নেপাল বরাবরই 'নিজের মানুষ', কিন্তু শি জিনপিংয়ের সাথে চুক্তির মাধ্যমে সেই দেশকে 'ল্যান্ড লিংকড' করে দেওয়া হলো। ভারতের মনোবল তখন 'ল্যান্ড লকড' হয়ে যায়!



নিজস্ব প্রতিবেদক. স্যাটায়ার বাংলা 

নেপাল এবার সত্যিই মজা পেয়ে গেল! কেমন, ভারতে বন্ধু-বন্ধু বলা সবাই এখন নিশ্চয়ই অবাক হয়ে প্রশ্ন করছে, "এটা কি হলো!" ওলি সাহেব, যিনি এক সময় ভারতের তৃতীয় আত্মীয়ের মতো ছিলেন, সেই তিনি এবার চীনের দিকে মুচকি হেসে হাঁটলেন।

ভারতের কাঁধে কাঁধ মিলিয়ে চললেন চীনের সাথে! আর এই ঘটনাটি ভারতীয়দের কাছে আসলেই একটা দুঃখজনক 'বেফিকির' পরিস্থিতির সৃষ্টি করেছে।

চার দিনেই বেইজিং গিয়েই দেখলেন, ভারতের কাছে যেটা ছিল ‘বন্ধুতা’, সেটি চলে গেছে চীনের কোলে। বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট নিয়ে ভারতকে কিচ্ছু না জানিয়ে চীনকে আগলে ধরলেন।

ভারত তো এখন হতবাক, সে মনে করে ছিল যে নেপাল বরাবরই 'নিজের মানুষ', কিন্তু শি জিনপিংয়ের সাথে চুক্তির মাধ্যমে সেই দেশকে 'ল্যান্ড লিংকড' করে দেওয়া হলো। ভারতের মনোবল তখন 'ল্যান্ড লকড' হয়ে গেছে! 

এমনিতেই চীনের কাছে অর্থনৈতিক সাহায্য এবং ৩১ কোটি মার্কিন ডলার পাওয়ার পর ভারতকে আর কি খুঁজতে হবে? নেপাল, যে ভারতের টেবিলের চারপাশে ঘুরতে পছন্দ করত, এখন চীনের বেল্টে বেঁধে যাচ্ছে! 

ভারত চুপচাপ দেখছে আর ভাবছে, "এটা তো যেন এক 'বিজ্ঞানের পরীক্ষা'—লাভের পরিমাণ বাড়ছে, কিন্তু পেছনে কেউ হাসছে!"

নবীনতর পূর্বতন