বিএনপি মহাসচিব বলেন, ‘আমার জামাই ফাহাম আবদুস ছালাম দীর্ঘদিন গবেষণা করে আবিষ্কার করেছেন, আজ থেকে হাজার বছর আগ থেকে বাংলাদেশে ইসকন নির্যাতিত। সুতরাং বিএনপি সর্বদা নির্যাতিতের পক্ষে৷ তাদের পক্ষ নিতে আমার এই ধর্ম পরিবর্তন বাংলাদেশের জন্য এক অনন্য ইতিহাস হয়ে থাকবে৷ ’
![]() |
হিন্দুধর্ম গ্রহণ করার পর প্রভূপাদ আলমগীর |
নিজস্ব প্রতিবেদক. স্যাটায়ার বাংলা
হিন্দুধর্ম গ্রহণ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হিন্দুধর্ম গ্রহণ করে তিনি তার নাম রেখেছেন ‘প্রভূপাদ আলমগীর’।
সম্প্রতি ইসকন বাংলাদেশের নিষিদ্ধের দাবী ওঠায় ইসকনের পক্ষ নিতে ধর্ম পরিবর্তনের এমন সিদ্ধান্ত নেন তিনি।
ইসকনের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সনাতন ধর্মেরই একটি সহিহ মতবাদ ইসকন৷ সনাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরোনো ও খাঁটি ধর্ম। সুতরাং শূয়রে শূয়র চিনে কাউয়ায় চিনে পেয়ারা।’
তিনি বলেন, ‘দীর্ঘ কয়েক কোটি বছর ধরে এ অঞ্চলে সনাতনীরা নির্যাতিত নিপিড়ীত ও অধিকার বঞ্চিত। সুতরাং এতেই প্রমাণ হয়, সনাতনই আদী এবং খাঁটি ধর্ম৷ যুগে যুগে আমরা প্রমাণ পেয়েছি — ডাইনোসরের যুগে ডাইনোসররাও সনাতনের গুণগান করত। সম্প্রতি মঙ্গলগ্রহ থেকে একটি ওয়েব ক্যাচ করেছে নাসা যেখানে স্পষ্ট ভাষায় এলিয়েনরা ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মেসেজ পাঠিয়ে জানিয়ে দিয়েছে, সনাতনই আসল এবং আদী ধর্ম!’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমার জামাই ফাহাম আবদুস ছালাম দীর্ঘদিন গবেষণা করে আবিষ্কার করেছেন, আজ থেকে হাজার বছর আগ থেকে বাংলাদেশে ইসকন নির্যাতিত। সুতরাং বিএনপি সর্বদা নির্যাতিতের পক্ষে৷ তাদের পক্ষ নিতে আমার এই ধর্ম পরিবর্তন বাংলাদেশের জন্য এক অনন্য ইতিহাস হয়ে থাকবে৷ ’
![]() |
চিত্রঃ ফাহাম আবদুস ছালাম |
ছাত্র সমাজকে হুশিয়ার করে প্রভূপাদ বলেন, ‘ছাত্ররা তোমরা বেশি বাড় বেড়োনা ঝড়ে পরে যাবে ; অতি ছোট হয়োনা গোমাতা কামড়ে খাবে৷ তোমরা যারা ইসকন নিষিদ্ধের দাবীতে মাঠে নেমেছ শীঘ্রই তোমাদের এর জবাব দেয়া হবে৷ আমি প্রভূপাদ বলে রাখলাম, খেলা হবে। তোমাদের দেখিয়ে দেয়া হবে সনাতনী শক্তি কতটা! হাত ভেঙে নিয়ে ব্যাডমিন্টন খেলব তোমাদের৷ ’
চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ইসকনের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দেয়া হবে। ইসকন ছিলো, ইসকন আছে, ইসকন থাকবে। কেউ ইসকনকে দমিয়ে রাখতে পারবে না। জয় শ্রী রাম!’
এরকম আরো:
হিন্দুধর্ম গ্রহণ করলেন ইলন মাস্ক!
হিন্দুধর্ম গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ লাইভে যুক্ত হয়ে সনাতনধর্ম গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম!
গীতা পড়ে হিন্দুধর্ম গ্রহণ করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
হিন্দুধর্ম গ্রহণ করলেন জনি সিনস