হিন্দু ধর্ম গ্রহণ করে তিনি তার নাম রেখেছেন শ্রী লিওনেল হরিচন্দ্র দাস।
![]() |
মেসারাম | ছবি: আনন্দবাজার |
সনাতনী প্রতিবেদক. গদি মিডিয়া ইন
সনাতন ধর্মের ছায়াতলে এসেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, খবর আনন্দ বাজারের৷
![]() |
সম্প্রতি মেসির ইনস্টাগ্রামে আপলোডকৃত ছবি |
শনিবার প্রকাশিত একটি খবরে পত্রিকাটির তরফ থেকে বলা হয়, পবিত্র গীতা পড়ে ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজয়ী এই ফুটবলার৷
![]() |
মেসির ইনস্টাগ্রাম থেকে |
এ বিষয়ে মেসির মতামত জানতে ফোন করা হলে তার ম্যানেজার জর্জ মেসিকে (মেসির বাবা) পাওয়া যায়, তিনি লিওনেল মেসির হিন্দু হওয়ার ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন৷ জর্জ মেসি জানান, “দীর্ঘদিন ধরে লিওনেল বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে শুরু করেন৷ সব ধর্মগ্রন্থ পাঠ শেষে হঠাৎ তার চোখে গীতা পরে৷ লিওনেল প্রথমে অবহেলা করো গীতা ছুড়ে ফেলে দেয় এই বলে যে পরে পড়বেন৷ এরপর ছয়মাস পর একবার ইচ্ছে হলো গীতা পড়ে দেখতে। এক পৃষ্ঠা পড়তে পড়তে লিওনেল পুরো বইটাই একটানে পরে ফেলে উঠেই সিদ্ধান্ত নেন, তিনি আর খ্রিস্টান থাকবেন না, হিন্দু না হতে পারলে তিনি আতমোহত্যা করবেন৷ ”
হিন্দু ধর্ম গ্রহণ করে তিনি তার নাম রেখেছেন শ্রী লিওনেল হরিচন্দ্র দাস ওরফে লিওনেল চন্দ্র মেসারাম।
![]() |
মেসির ইনস্টাগ্রাম থেকে |
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে লিওনেল মেসিকে স্প্যানিশ ভাষায় হিন্দুধর্ম গ্রহণ করতে ও ধর্মগ্রন্থ নিয়ে কথা বলতে শোনা যায়। এখানে হুবহু মেসির বক্তব্য তুলে ধরা হলো:
“এল হিন্দুইসমো এস লা রেলিজিওন মাস আনতিগুয়া ই বেরদাদেরা। এ তোমাদো এস্তা দেসিসিয়োন দেসপুয়েস দে আপ্রেন্দের সোব্রে এল হিন্দুইসমো ই লা ইন্ডিয়া। এসপেসিয়ালমেন্তে কুয়ান্দো লেই এল গীতা, মে কনবের্তি আ লা মিতাদ এন হিন্দু এন মি মেন্দে। কুয়ান্দো তেরমিনে দে লের এল গীতা, কমেন্সে আ লোরার আল পেনসার পোর কে নো কোনোসি এল হিন্দুইসমো আন্তেস। সি লো উবিয়েরা সাবিদো আন্তেস, মে আবরিয়া কনবেরতিদো আন্তেস এন হিন্দু।”
অর্থ: হিন্দু ধর্ম আদী ও আসল ধর্ম৷ আমি হিন্দু ধর্ম ও ভারত সম্পর্কে জেনে এই সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে যখন গীতা পড়েছি তখনই মনেমনে অর্ধেক হিন্দু হয়েছি৷ যখন গীতা পড়া শেষ করলাম, তখন কাঁদতে শুরু করলাম এই ভেবে যে, আগে কেন হিন্দুধর্ম সম্পর্কে জানলাম না? আগে জানলে আগেই হিন্দু হতাম।
এরকম আরো:
হিন্দুধর্ম গ্রহণ করলেন ইলন মাস্ক!
হিন্দুধর্ম গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ লাইভে যুক্ত হয়ে সনাতনধর্ম গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম!
গীতা পড়ে হিন্দুধর্ম গ্রহণ করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
হিন্দুধর্ম গ্রহণ করলেন জনি সিনস