জনার্দন জানান, “শুভেন্দু আমাকে একটি গীতা পাঠ করতে দিলেন৷ এটা পাঠের পরই আমি আমার নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলাম। জানিনা কি এমন আছে এ বইতে।
![]() |
হিন্দুধর্ম গ্রহণ করে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন জনার্দন | ছবিঃ ইনস্টাগ্রাম |
আন্তর্জাতিক ডেস্ক. গদি মিডিয়া ইন
এবার হিন্দুধর্ম গ্রহণ করলেন বিখ্যাত মার্কিন সাবেক পর্ণ তারকা জনি সিনস। হিন্দুধর্ম গ্রহণ করে তিনি তার নাম রেখেছেন “জনার্দন সাওয়ান্ত” খবর দ্যা হিন্দুর৷
দ্যা হিন্দুর ঐ রিপোর্টে বলা হয়, হঠাৎ ভারত ভ্রমণ করার পর জনার্দন সাওয়ান্ত ওরফে জনি সিন পশ্চিমবঙ্গের একটি মন্দির ভ্রমণ করার পর সেখানে শুভেন্দুর সাথে দেখা হওয়ার পরপরই ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্তের কথা জানান বিখ্যাত এই পর্ণ তারকা৷
জনার্দন জানান, “শুভেন্দু আমাকে একটি গীতা পাঠ করতে দিলেন৷ এটা পাঠের পরই আমি আমার নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলাম। জানিনা কি এমন আছে এ বইতে। উল্লেখ্য, বই পাঠ করার পরেই আমার হিন্দুধর্মের জন্য মন কেমন করতে শুরু করে৷ আমি আর কিছুতেই কোনকিছুতে মন বসাতে পারিনি, ছুটে চলে যাই মন্দিরে । সেখানে ধ্যানে বসি। সারারাত ধ্যান করেই কাটালাম। পরেরদিন গঙ্গাস্নান করে, গঙ্গাপূজো শেষে ফাইনালি দীক্ষা নিয়ে আমেরিকা ফিরেছি৷ আমি এখন পুরোদস্তুর হিন্দু৷ সারাজীবন যেন আমি এই ধর্মের সেবা করে যেতে পারি৷ ”
এদিকে জনি সিনের এই ধর্মান্তরিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী বিজেপির মুখপাত্র অমিত সাহ, যোগী আদিত্যনাথ, আরএসএস সহ চরমপন্থী কয়েকটি হিন্দু সংস্থা।
একটি বক্তব্যে মোদীজি জানান, “জনি সিন কে সসম্মানে ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার দেয়া হবে৷ ”
উল্লেখ্য, ২০০৬ সালে জনি সর্বপ্রথম পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তার আসল নাম স্টিভ ওলফ হলেও তিনি জনি সিন্স নামে বেশি পরিচিত। প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে।
এরকম আরো:
হিন্দুধর্ম গ্রহণ করলেন ইলন মাস্ক!
হিন্দুধর্ম গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ লাইভে যুক্ত হয়ে সনাতনধর্ম গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম!
গীতা পড়ে হিন্দুধর্ম গ্রহণ করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
হিন্দুধর্ম গ্রহণ করলেন জনি সিনস