ফলত ফেসবুকে স্ট্যাটাস দিয়া তিনি নিজেকে নিটেন ক্লিন রাখিবার তরে বলেন, “কাহারো বাড়ি-ঘর ভাঙা বেদায়াত৷ বৃহত্তর জামায়াতে ইসলামী বেদায়াতকে প্রশ্রয় দেয় না।
![]() |
চিত্রঃ ইসকনের সহ প্রতিষ্ঠাতা শফিক পাদ |
বৃহত্তর একাত্তরের রাজাকার ক্ষাণকির পুলায়েদের প্রতিষ্ঠিত দল, ইসলাম নিয়ে বেবসাকারী পাকিস্তান সাকার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রাক্তন মার্ক্সিস্ট, ইসকনের সহ প্রতিষ্ঠাতা ডাক্তার শফিক পাদ শিবিরের ছেলেদের লক্ষ্য করে বলেছেন, “ধর্মের পথে আসুন। কারো প্রতরণায় পা দেবেন না। ইসলামে এগ্লা নাই৷ ইসলাম শান্তির ধর্ম। হাসিনা অলী বংশের, অলীদের ঘর ভাঙা বেদাত।”
গত পাঁচই ফেব্রুয়ারী রাতে বৃহত্তর পাকিস্তান সাকার জামায়াতে ইসলামীর টিনেজ দল ও ছাত্রজনতা একত্র হয়ে ধানমন্ডি ৩২ নাম্বারে এটাক করে বঙ্গবল্টুর বাড়িতে বুলডোজার দিয়ো বাড়িটিকে খানখান করে দেয়। বাড়িতে থাকা আসবাবপত্র হরিলুটের বাতাসার মতো লুট করিয়া নেয়৷ এমনকি ধানমন্ডির ৩২ নং বাড়িতে থাকা হাসিনার নারকেল গাছ ভাঙিয়া নারকেল ছিড়িয়া নেয়৷ যা সহ্য করতে পারেননি খোদ জামায়াত আমীর।
আরও পড়ুন:
গুয়া মেরে গরু দান: নেটিজেনদের শিবির
ফলত ফেসবুকে স্ট্যাটাস দিয়া তিনি নিজেকে নিটেন ক্লিন রাখিবার তরে বলেন, “কাহারো বাড়ি-ঘর ভাঙা বেদায়াত৷ শিবিরের যাহারা উক্ত ভাঙাভাঙিতে অংশ নিয়েছ তাহারা বেদাত করেছে৷ বেদাত পাপ। বৃহত্তর জামায়াতে ইসলামী বেদায়াতকে প্রশ্রয় দেয় না। বেদায়াত মানুৃষের কেরেক্টার ধ্বংস করে মানুষকে পশুতে পরিণত করে৷ স্বাধীনতার পরে আমরা আর পশু নই৷”
![]() |
আল্লামা শফিক পাদ |
এদিকে আমীরের এই বক্তব্য না শুনিয়া যেসব জঙ্গি মনমানসিকতার ছেলেপেলে ধানমন্ডিতে এটাক করেছে তাদের দল থেকে বের করিয়া দেয়ার হুমকি দিয়েছে শফিক পাদ। একটি ক্ষুদ্র বার্তায় তিনি বলেন, “পাগলা কুকুর দেশ ও দশ উভয়ের জন্যই ক্ষতিকর৷ সুতরাং, আমি বৃহত্তর জামায়াতে ইসলামীকে পূর্বের নেয় আর দেখতে চাই না৷ কাল যারা যারা উক্ত হামলায় অংশগ্রহণ করিয়াছে তাহারা আজই দল থেকে ইস্তফা দাও নয়তো ঘেটি ধরে বের করে দেবো৷ ”