“আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলামের ওপর আপনি এত বাধ্য কেন”, এমন প্রশ্নে হোজ্জা খিলখিল করে হাসতে হাসতে বলেন, “ফারমানে হাকেম, সায়ে খোদা বর জমিন অস্থ, ও মোকালেফাতে আাঁ, মোকালেফাতে খোদাওন্দ”
![]() |
চিত্র: আছিফ ছারের স্নেহভাজন নাসিরুদ্দিন হোজ্জা |
নিজস্ব প্রতিবেদক. স্যাটায়ার বাংলা
পরিচিত কোঠায় চাকরি পাওয়া, আসিফ নজরুলের প্রিয়ভাজন (হয়তবা আত্মীয় স্বজন) যোগ্যতার আঁধার, খোচাখোচা দাড়িওয়ালা প্রধান নির্বাচন কমিশন এমএম নাসিরুদ্দিন হোজ্জা বলেছেন, ‘কুনো মাস সিলেক্ট করিনাই৷ আছিফ ছার হুকুম দিলেই নির্বাচন দিবো৷ আছিফ ছার আমাদের আলাদিন, আমরা তার পোদ-হিপের দইত্য৷ সুতরাং, আছিফ ছারের হুকুম বিনা আমাদের এখতিয়ার নাই কুনো প্রকারের নির্বাচন দেয়ার। ”
প্রধান উপদেষ্টা সুদের কারবারি নোবেলজয়ী হেফাজতের এককালের শত্রু, এই কালের বোসম ফেরেন্ড ডা.মু ইউনুস কে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন হোজ্জা বলেন, “ইউসুব ছারের মুখের কথাই ফাইনাল৷ তবে ইউসুব ছার তো আর আমাকে চারকি দেয়নাই৷ আমাকে চারকি দিয়াছে আছিফ ছার কাজেই ইউসুব ছারকে আমি সোম্মান করলেও আছিফ ছারের কথার বাইরে আমার লড়িবার সাধ্য নাই৷ ”
“আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলামের ওপর আপনি এত বাধ্য কেন”, এমন প্রশ্নে হোজ্জা খিলখিল করে হাসতে হাসতে বলেন, “ফারমানে হাকেম, সায়ে খোদা বর জমিন অস্থ, ও মোকালেফাতে আাঁ, মোকালেফাতে খোদাওন্দ”
“এ কমিশন নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করবে কিনা?” এ প্রশ্নের জবাবে হোজ্জা বলেন, "মাননীয় প্রধান উপদেষ্টা ইউসুব সরকার আছিফ ছারের সাথে পরামর্শ করে একটা রোডম্যাপ ঘোষণা করেছেন, এখন আছিফ ছার অনুমতি দিলেই সে অনুযায়ী আমরা আগাইব। আমরা পাবলিকলি কোনো রোডম্যাপ ঘোষণার চিন্তা করছি না। আবার এও বলছিনা, নির্বাচন শীঘ্রই হইবে৷ পাঁচ বছর পর হইলেই হইবে৷ আমরা হাছিনার আর তার বাপ ‘স্বৈরাচার’ মুজিবের মতো ফেছিবাদী না।"
ফেসিবাদী না এর প্রমাণ করতে হলে আপনাদের তিনমাসের মধ্যে নির্বাচন দেয়া ঠিক ছিল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে বিরক্ত হয়ে নাসির বলেন, “কুন টিবি থেকে আসিয়াছ? তোকে দেখে নেব৷ ”