এবার সত্যিই মারা গেলেন ময়ূখরঞ্জন ঘোষ!

গতকাল হঠাৎ নিউজ সেটে বসে উত্তেজনা বশত অসুস্থ হয়ে পরেন বিশিষ্ট এই সাংবাদিক। ধরাধরি করে কোলকাতার একটি বেনামী হাসপাতালে নিলেও আশার আলো জ্বলেনি৷


কোলকাতা প্রতিনিধি. গদি মিডিয়া ইন 

মারা গেলেন রিপাবলিক বাংলার নিউজ রুম এডিটর বিশিষ্ট সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ! মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর৷ ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু।

গতকাল হঠাৎ নিউজ সেটে বসে উত্তেজনা বশত অসুস্থ হয়ে পরেন বিশিষ্ট এই সাংবাদিক। ধরাধরি করে কোলকাতার একটি বেনামী হাসপাতালে নিলেও আশার আলো জ্বলেনি৷

গতকাল (১০ই জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ তার পালস চেক করে মৃত ঘোষণা করেন৷ তার এক সহকর্মী জানান, বাংলাদেশের বিষয়ে উত্তেজনার চরম সীমায় পৌঁছালেই প্রায়ই অসুস্থ হয়ে পরতেন তিনি৷ কিন্তু গতকাল সীমান্ত বিষয়ে অতিরিক্ত উত্তেজনা বশত স্ট্রোক করে বসেন। 

এরপর ধরাধরি করে তাকে হাসপাতালে নিলেও আর জীবিত ফেরেননি বরেণ্য এই সাংবাদিক। 

ময়ূখের প্রয়াণে দু’দিনের সারা বাংলায় ২দিনের শোক ঘোষণা করেছেন মমতা বন্দোপাধ্যায়। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। ময়ূখের প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে অন্যান্য প্রাদেশিক সরকারও।

আরও পড়ুন: 

খালেদ ময়ূখুদ্দিন আসলে ময়ূখের ক্লোন: গবেষণা

সাংবাদিক ময়ূখরঞ্জনের বাড়িতে বোমা হামলার হুমকি কৃষকদের

নিজের মহিলা সহকর্মীকে জোর করে লাইভে চুমু খেলো ময়ূখরঞ্জন ঘোষ [ভিডিও]

নবীনতর পূর্বতন