“ভারতের বাংলাভাষীরা রোহিঙ্গা” মন্তব্য মাওরি তরুণীর

রূপ শ্রী আরো বলেন, “পাদ দিয়েই যখন ফেলেছি তুই গুপন রাখতে পারতি৷ মাইক নিয়ে বলার কি আছে?

নিজস্ব প্রতিবেদক.  স্যাটায়ার বাংলা 

ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত বাংলাভাষীদের ভারতে বসবাসরত “রোহিঙ্গা” বলে মন্তব্য করেছেন এক মাওরি তরুণী। 

গত ১৫ ই নভেম্বর কোলকাতা মেট্রোতে এক মাওরি তরুণীর মুখের কাছে এক বাঙালী তরুণী পোঁদ এনে পাদ দেয়ার পর এ বাকযুদ্ধের ঘটনাটি ঘটে৷ 

বাঙালী তরুণীর নাম না জানানোর শর্তে তিনি স্যাটায়ার বাংলাকে জানান, “আমি রূপ শ্রী। দয়াকরে আমার নাম গুপন রাখবেন৷ গতকাল যা হয়েছে সেখানে আমার দোষ নেই। যতদোষ সব নন্দঘোষের৷ আমি পাদতে চাইনি, পাদটা এসে গিয়েছে৷ আর আপনারা তো জানেনই, পাদ বাঘকেও ভয় পায় না৷ সবই মেনে নিয়েছিলুম কিন্তু শেষে গিয়ে এই মাউরা আমায় রোহিঙ্গা বলে গালাগাল দেয়। তারা মনেকরে আমরা যারা বাংলায় থাকি তারা ভারতের অংশই নই, আমরা এদেশের রোহিঙ্গা৷ ”

রূপ শ্রী আরো বলেন, “পাদ দিয়েই যখন ফেলেছি তুই গুপন রাখতে পারতি৷ মাইক নিয়ে বলার কি আছে? এরপর আমাকে শুরু করল বেক্তি আক্রমণ। বলে, পাদটা কেন হিন্দিতে না মেরে বাংলায় মারলাম? আবে ঘেচু, আমার দেশ, আমার ট্রেন, আমার টাকায় তৈরী। বাংলা বাপের খেয়ে আমি কেন হিন্দিতে পাদদে যাব?”

এদিকে এই ঘটনায় তোলপাড় চলছে পুরো বাংলায়৷ পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, “চুতিয়ে, আমরা বাংলায় থাকি বলে আমাদের ভারতের রোহিঙ্গা ভাবে৷ জেনে রাখো তোমরা, আমি বাংলায় খাই বাংলায়ই হাগি৷ পাদলে বাংলাতেই পাদব। বাংলা নিয়ে যদি তোমাদের বেশিই চুলকুনি হয় তো চুলকুনির মলম দাও — হিন্দিতে পাদতে এসো না। ”

অন্যদিকে ঘটনার সত্যতা যাঁচাই করতে ঐ মাওরি তরুণীকে ফোন করে স্যাটায়ার বাংলাকে তিনি “বেহোচোৎ” গালি দিয়ে কল কেটে দেন৷ 

নবীনতর পূর্বতন