ইউনুসের সুদে গন্ধ নেই: মামুনুল হক

হেফাজতে ইসলাম এর যুগ্ম-মহাসচিব বলেন, “সুদ ইসলামে হারাম। সুদ খেলে মায়ের সাথে জিনার পাপ হয়। তবে ডা. ইউনুসের গ্রামীণ ব্যাংক যা খায় তা সুদ নয়; ইন্টারেস্ট।”

চট্টগ্রাম প্রতিনিধি. স্যাটায়ার বাংলা 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হক বলেছেন, “ইউনুসের সুদে সুগন্ধ, এখন আর আগের সেই দুর্গন্ধ নেই। ”

গতকাল শনিবার (৩০ নভেম্বর) এক মাহফিলে একথা বলেন তিনি৷ 

হেফাজতে ইসলাম এর যুগ্ম-মহাসচিব বলেন, “সুদ ইসলামে হারাম। সুদ খেলে মায়ের সাথে জিনার পাপ হয়। তবে ডা. ইউনুসের গ্রামীণ ব্যাংক যা খায় তা সুদ নয়; ইন্টারেস্ট।”

মামুনুল হক বলেন, “ রিবা অর্থ সুদ, রিবার অর্থ কিন্তু ইন্টারেস্ট নয়৷ তাছাড়া সুদ যদি হারাম হয়ও আমার মনেহয় কোরানে আল্লাহ ডা ইউনুসকে বলেননি৷ রিবা সেক্ষেত্রে ডা. ইউনুস যেটা নেন সেটা হারাম নয় বেবসা৷”

ডা. মুহম্মদ ইউনুসের প্রসংশা করতে করতে বাংলার এই ছাল ছাড়া বাঘ বাঘ্রনুল হক হুঙ্কার দিয়ে বলেন, “যে বলবে ড. ইউনুস সুদখোর তাকে কতল করা হবে। তার মাথা হইতে ধর আলাদা করিয়া সে মাথা দ্বারা ফুটবল খেলা হবে। ”

মামুনুল হক বলেন, “সবার সুদে গন্ধ আছে। তীব্র সে গন্ধ গুয়ের গন্ধকে হার মানায়! ডা. ইউনুসের সুদেও গন্ধ ছিলো। কিন্তু যখন তিনি বাংলার মসনদে বসলেন, সাথে সাথে সে গন্ধ চলে গেলো। এখন আর ডা. ইউনুসের সুদে আগের আষ্টে গন্ধটা নেই৷ ”

ডামু ইউনুস 

তাকে অনেকে বাংলার বাঘ বলেন। এবিষয়ে সতর্ক করেছেন খোদ মামুনুল নিজেই। নিজেকে বাঘ ডাকতে নিষেধ করে তিনি বলেন, “আমি বাঘ নই, সিংহও নই৷ আমি বাঘ - সিংহ উভয়ের চে শক্তিশালী। আমি গন্ডার৷ আমাকে তোমরা গন্ডার ডাকবে। ”

পূর্বে বিভিন্ন সময় হেফাজতের এই নেতাকে মঞ্চে ডাক্তার মুহম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নিয়ে হুঙ্কার দিতে শোনা গেছে৷ 

তবে বিভিন্ন সময় ডা. মুহম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংককে সুদের বেবসা মনে করলেও বর্তমানে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে সে সুদের বেবসাকে ইন্টারেস্ট মনে করেন হেফাজাত ইসলামের নেতা বাংলার গন্ডার মামুনুল হক। 



নবীনতর পূর্বতন