ক্ষমতায় আসলে এবার আর খাম্বা নয় টাওয়ার: তারেক

নিজে ভাল হওয়ার প্রয়াশ বেক্ত করে তারেক বলেন, ‘দোয়া করিবেন।’ 

ক্ষমতায় আসলে এবার আর খাম্বা নয় টাওয়ার: তারেক

যুক্তরাজ্য প্রতিবেদক. স্যাটায়ার বাংলা 

সাবেক প্রধানমন্ত্রী গোপালগঞ্জের শত্রু, আপোষহীন দেশনেত্রী গনতন্ত্রের আবিষ্কার খালেদা জিয়ার বড় ছেলে বিভিন্ন চুরির মামলায় বনবাস প্রাপ্ত স্বঘোষিত খাম্বা তারেক ওরফে  তারেক রহমান আর খাম্বা নয়, এবার ক্ষমতায় এলে টাওয়ার বেচবেন বলে মন্তব্য করেন৷ 

আরও পড়ুনঃ

গতকাল যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের এডমন্টনে বিএনপির ত্রিবার্ষিক এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি৷ 

ক্ষমতায় আসলে এবার আর খাম্বা নয় টাওয়ার: তারেক
প্রতিকী ছবি

২০০৫ সালে লক্ষ লক্ষ খাস্বা বসিয়েও দুর্নীতি করে কোটি কোটি টাকা মেরে দিয়ে হাজার হাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ না দিয়ে নিজের নামের পাশে একটি অতিরিক্ত ‘খাম্বা’ যোগ করেন তারেক৷ 

এবার ক্ষমতায় এলে আর খাম্বা নয়, এবার টাওয়ার বসিয়ে নামের পাশে ‘টাওয়ার’ বসিয়ে নেবেন বলে মন্তব্য করেন জিয়া পরিবারের বড় শয়তান তারেক জিয়া। 

তারেক বলেন, “তখন আমার বয়স ছিলো কম৷ কম বয়সে আবেগ থাকে বেশি৷ হয়ত আবেগে ভুলবশত খাম্বা বসিয়েও টেকাটুকা মারিয়া দিয়া সিঙ্গাপুরে আর যুক্তরাজ্যে সড়াইয়াছি৷ বাট এখন আর সেই ভুল নহে৷ এইবার তো আমরা ক্ষমতায় যাব মাস্ট৷ এইবার ক্ষমতায় গেলে খাম্বার পরিবর্তে টাওয়ার বসাইব৷ তখন আর আমাকে খাম্বা ডাকিবার কোন সুযগ থাকিবে না৷ তখন আমাকে আপনারা ডাকিবেন টাওয়ার তারেক৷ হয়তবা আইফেল টাওয়ারেরও বেবস্থা করতে পারি। ”

ক্ষমতায় আসলে এবার আর খাম্বা নয় টাওয়ার: তারেক
প্রতিকী ছবি

হা হা করে হেসে দিয়ে টাওয়ার তারেক বলেন, “দুর্নীতি ও রাজনীতি একই মায়ের সন্তান। সুতরাং রাজনীতি যেহেতু করি দুর্নীতি হইতেই পারে৷ তবে এইবার ক্ষমতায় আসলে কাউকে আর দেখাইয়া দুর্নীতি করব না মায়ের কসম!”

নিজের জন্য দোয়া চেয়ে বিএনপির এই জনপ্রিয় নেতা বলেন, “কন্যাদ্বয় বড় হইয়াছে; ভেবেছি দাড়ি রাখব, মেসওয়াক বেহার করব৷ জোব্বা, পায়জামা আর টুপি পরিধান করব৷ রাজনৈতিক স্বার্থেও মিথ্যা বলাও বন্ধ করব৷ এখন হইতে সত্যবাদী যুধিষ্ঠির সাজিব৷ নো মিথ্যা। পড়ালেখাও তো শিখিয়াছি লন্ডনে৷ টাকা দিয়া বড় ডিগ্রি লইয়াছি৷ সুতরাং আমাকে দিয়ে আর মিথ্যে হবে না৷ আর নামাজ রোজা শুরু করলে পয়সার লোভও চলিয়া যাইবে৷”

নিজে ভাল হওয়ার প্রয়াশ বেক্ত করে তারেক বলেন, ‘দোয়া করিবেন।’ 

কবে দেশে ফিরবেন, প্রশ্নের জবাবে বিএনপির ভবিষ্যৎ চেয়ারপার্সন বলেন, ‘ইনশাল্লাহ ফখরুল সাহেব চাইলেই৷ ’

আরও খবর:

নবীনতর পূর্বতন