আনন্দে গদগদ করতে করতে স্বর্গের এই অপ্সরা বলেন, “দেখুন, হাগতে তো সবাই'ই পারে তবে ‘গুয়ের’ গন্ধ ক'জন ঢাকতে পারে?
![]() |
যার কোন পাপ নেই তিনিই লকেট| ছবি: ইউটিউব |
নিজস্ব প্রতিবেদক. স্যাটায়ার বাংলা
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক নেতার গোপনাঙ্গের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নিজের ‘গুয়ে’ গন্ধ নেই দাবী করেছেন সাবেক বিজিপি এমপি লকটে ওরফে পকেট ওরফে পকাত চ্যাটার্জি।
Mamata Banerjee's Trinamool Congress (TMC) has nominated Ritabrata Banerjee, a former leader of the Communist Party of India (Marxist) or CPIM, as their candidate for the Rajya Sabha. Banerjee's nomination is particularly controversial due to his past, which includes being… pic.twitter.com/5oo5XZWHwg
— Locket Chatterjee (@me_locket) December 7, 2024
ঐ পোস্টে বিজেপির এই পুরুষাঙ্গ আন্দোলিত করা নেত্রী বলেন, “আমি নিষ্পাপ। এইযে এত বছর সিনেমা করেছি কোনদিন কোন ডলাডলির ভিডিও করতে কেউ দেখেছে আমায়?”
— চিত্র নিষ্পাপ লকেট চ্যাটার্জি।December 7, 2024
চিত্র: নিষ্পাপ লকেট চ্যাটার্জি
নিষ্পাপ এই অভিনেত্রী বলেন, “পৃথিবীতে একমাত্র সতী নারী আমি। সততার যদি কোন প্রতিযোগিতা হয় সেখানে ‘লকেট’ নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ এমনকি আমার কোন হাগ সিন নেই, নেই কোন কিসিং সিন৷ ঘনিষ্ঠতা বলতে আমি বুঝি কেবল বিজেপি৷ ”
![]() |
নিষ্পাপ লকেট চ্যাটার্জি | ছবি: ইউটিউব |
আনন্দে গদগদ করতে করতে স্বর্গের এই অপ্সরা বলেন, “দেখুন, সবাই'ই পারে হাগতে তবে কিনা ‘গুয়ের’ গন্ধ ক'জন পারে ঢাকতে? পশ্চিমবঙ্গে আমি লকেট যতই বন-বাদারে-মাঠেঘাটে কিবা পাকা টয়লেটে হাগিনা কেন ‘দেয়ার ইজ নো ব্যাড স্মেল।’ এটা মিরাকল বলব কিনা জানিনা, তবে আমি নিজের গুয়ে কোন গন্ধ পাইনি৷ আশাকরি আপনিও পাবেন না। ”
লকেট বলেন, “আমি হাগি ঠিকই, তবে আমার গু অন্যরকম। আমি অন্যরকম ফ্যামিলি থেকে বিলং করি৷ আর তৃণমূল কংগ্রেস সব ছোটলোকগুলো আঙুল ফুলে কলাগাছ হয়েছে। শোওরের বাচ্চা সব!”
আবেগে হুঁহুঁ করে কাঁদতে কাঁদতে পকাত চ্যাটার্জি বলেন, “আমি কিস করলেও বিজেপিকে করি, হাগ করলেও বিজেপিকে করি৷ বিজেপি মেরি মোহব্বত হ্যায়, বিজেপি মেরি আশিকি কা সাথ হ্যায়। রাত কো উসকো মিস করুঁ, মিস করুঁ ঔর রাত হোতে হি, উসকি তস্বির পে কিস করুঁ।”
![]() |
লকেট চ্যাটার্জির সামাজিক ছবি| ছবি: ইউটিউব |
গর্বে বুকের ঢিবি ফুলিয়ে বিজেপির এই উজ্জল নক্ষত্রি ব্রাহ্মণ ঘরের মেয়ে পকাত লকেট বলেন, “আমি হিন্দু ধর্মের মেয়ে, সবসময় ধর্মকে বুকে লক করে চলি৷ চরিত্রকে সবসময় ফুলের মতো করার চেষ্টায় ব্রত।আজ এত বছর হয়ে গেলো কখনো স্বামীর সাথেও শুইনি খারাপ কিছু হয়ে যাবে বলে৷ নিজের মতোই আমি নিজের যৌবনকে ধরিয়া রাখিয়াছি বিজেপি তরুণদের সেবায়। অন্যদিকে কংগ্রেসের লোকদের দেখুন, নরম বিছানা পেলেই টুপ করে শুইয়ে পরে চরিত্র বিসর্জন দিচ্ছে। ধিক্কার জানাই এদের!”
আরো দেখুন:
‘উপদেষ্টা’ হলেন পিনাকী ভট্টাচার্য
নিজের মহিলা সহকর্মীকে জোর করে লাইভে চুমু খেলো ময়ূখরঞ্জন ঘোষ [ভিডিও]
খ্রিস্টধর্ম গ্রহন করলেন মোস্তফা সরয়ার ফারুকী
ইসকনের প্রভু চিন্ময় কুমার দাসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা কোথা হতে এলো?
খালেদ ময়ূখুদ্দিন আসলে ময়ূখের ক্লোন: গবেষণা
সৌদীর হাম্মামে খোঁজ মিলেছে এক প্রাচীন শিবলিঙ্গের
গীতা পড়ে হিন্দুধর্ম গ্রহণ করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন