“হঠাৎ কেন ফিরলেন?” এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “ইউসুফ সরকারকে দেখে নেব”
![]() |
স্যাটায়ার বাংলার গোপন ক্যামেরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
জ্যেষ্ঠ্য প্রতিবেদক. স্যাটায়ার বাংলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ দেশে ফিরেছেন। থাকছেন কচু ক্ষেত ক্যান্টনমেন্টে, খবর সিবিসির।
গতকাল এক প্রতিবেদনে সিবিসির সিনিয়র সামবাদিক ড ইয়ুসুবের এক অনুসন্ধান মূলক স্টোরিতে এরকমই দাবী করেছেন তিনি৷
পরবর্তীতে স্যাটায়ার বাংলা এর সত্যতা নিশ্চিত করতে কচুক্ষেত ক্যান্টনমেন্ট গেলে শেখ হাসিনার সাক্ষাৎ পান৷
সাংবাদিকদের দেখেই তিনি উত্তেজিত হয়ে কোন সাক্ষাৎকার না দেয়ার কথা বলেন।
“হঠাৎ কেন ফিরলেন?” এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “ইউসুফ সরকারকে দেখে নেব”
এরপর নানা প্রশ্ন করলেও কেবল “ইউসুব সরকারকে দেখে নেব” এই একটি কথা বরা ব্যাতিত শেখ হাসিনাকে চুপ করে থাকতে দেখা যায়৷
এদিকে শেখ হাসিনা দেশে ফেরায় চটেছেন বিএনপির মগা সচিব ফখরুল ইসলাম আলমগীর। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “এই স্বৈরাচারী ডাইনি আবারো দেশে প্রত্যাবর্তন করেছে এদেশকে চুষেচুষে খাওয়ার জন্য। আমি তাকে শেখ হাসিনা বলিনা, ‘জোঁক হাসিনা’ বলি৷’
ফখরুল সাহেবের এমন বিবৃতির বিরোধিতা করে গোপন জায়গা থেকে প্রতিবাদ করেছেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদ ওদায়বুল পাদের৷ এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি কি হাতির পাঁচ পোঁদ দেখেছে নাকি? ফরখুল সাহেব নিজেদের কি এখনই সরকার ভাবছেন? হা হা বেশি বার বেড়োনা ঝড়ে পরে যাবে, বেশি ছোট হয়োনা ছাগলে মুড়ে খাবে।”
তিনি বলেন, “বিএনপি একটি ধ্বজভঙ্গ দল৷ দলটি দীর্ঘদিন চেষ্টা করেও ক্ষমতা কুক্ষিগত করতে পারেনি৷ বরং পদে পদে সোনার ছেলে ছাত্রলীগের বাইরানি খেয়ে দৌঁড়িয়েছে পনের বছর। অথচ এখন তাদের হম্বিতম্বি দেখলে মনেহয় একেকজন চেঙ্গিস খান হয়েছে৷”