ঘোঁৎঘোঁৎ করে কাশতে কাশতে আসাদ বলেন, “যেহেতু আমি আক্বীদা বা আল্লা-খোদায় বিশ্বাসই করিনা সেহেতু আমি আমার এই আক্বীদা দেওয়া নাম চাই না।
![]() |
ফ্যাসাদ নূর | ছবি: ফেসবুক |
গদিডেস্ক. গদি মিডিয়া ইন
পিতার দেয়া নাম পরিবর্তন করে নতুন নাম নিলেন ধর্ম নিরপেক্ষ ব্লগার ও হিউমেন রাইটস অ্যাক্টিভিস্ট, পটুয়াখালীর পটাস খেত চটি ব্লগার আসাদ নূর। পুরাতন নাম পরিবর্তন করে তিনি তার নাম রেখেছেন ‘ফ্যাসাদ নূর’।
নতুন নাম প্রসঙ্গে আসাদ বলেন, “আমার বাপ বরিশালের পটুয়াখালীর পটাশ৷ পটুয়াখালীতে আমাকে সবাই পটাশ নূর হিসাবেই চিনে৷ কেউকেউ আমাকে ‘পটুয়াখালীর পটাশ’ বলেই আদর করিয়া ডাকত। আমার বাপ আক্বীদা দিয়া আমার নাম রেখেছিলো আসাদ। আপনারা ত জানেনই, আল্লা খোদায় বিশ্বাস আমার নাই৷ ”
ঘোঁৎঘোঁৎ করে কাশতে কাশতে আসাদ বলেন, “যেহেতু আমি আক্বীদা বা আল্লা-খোদায় বিশ্বাসই করিনা সেহেতু আমি আমার এই আক্বীদা দেওয়া নাম চাই না। আজ হইতে আমার নতুন নাম ‘ফ্যাসাদ নূর’। ‘ফ্যাসাদ নূর’ নামেই আমাকে ইন্টারনেট বাসী চিনুক। মুসলিম নাম পরিতেগ করিয়া নতুন এই ধর্মনিরপেক্ষ নামখানা দিলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে। ”
নামের সাথে তবুও তো “নূর” থেকে যায়, সাংবাদিকদের এ প্রশ্নের জবাব এড়িয়ে আসাদ বলেন “কিছু কথা থাকনা গুবন।”
নাম পরিবর্তনের বিষয়ে আসাদের পিতার সাথে যোগাযোগ করলে তিনি গদি মিডিয়া কে জানান “মনু বোজ্জো! হেইয়া মনু বোজ্জো।”