এক গোপন সূত্রে জানা যায় গুজা আতাউর শুধু সরকার নয়, ধমক দিয়ে আইফেল টাওয়ারও ফেলে দেয়ার হুমকি দিয়েছেন৷
![]() |
চিত্রঃ গুজা আতাউর |
নিজস্ব গদিবেদক. গদি মিডিয়া ইন
ধমক দিয়ে বর্তমান সরকার ফেলে দেয়ার হুমকি দিলেন বিএনপির বর্তমান উপদেষ্টা সতের বছর গর্তে বসবাস করে ৫ই আগষ্ট হঠাৎ ফিল্ডে এসে নিজকে ‘গুহা মানব’ হিসেবে প্রতিষ্ঠিত করা বিশিষ্ট গর্তযোদ্ধা আতাউর ইবনে খাতাউর ঢালী ওরফে গুজা আতাউর৷
‘গত সতের বছরে তাহাদের এমন হুমকি কুথায় ছিলো’, প্রশ্ন নেটিজেনদের৷
এক গোপন সূত্রে জানা যায় গুজা আতাউর শুধু সরকার নয়, ধমক দিয়ে আইফেল টাওয়ারও ফেলে দেয়ার হুমকি দিয়েছেন৷
![]() |
চিত্র: লম্বা বন্ধুদের সাথে ফুটবল আতাউর |
এক বিবৃতিতে গুঁজা বলেন, “আমরা আমাদের নায়েবে আমীর, আপোষহীন নেত্রী, মাদারে গণতন্ত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযগ্য পুত্র তারেক সাহেবের নেতৃত্বে এই স্বাধীনতার ডাক দিয়েছি বলেই দেশ স্বাধীন হইল। ছাত্রদের কুন অবদান নাই৷ আমরা যদি না নামতাম তবে ইসুব সরকার কিভাবে ক্ষমতা পাইত? খাম্বা ইজ অ্যা পাওয়ার। আওয়ামিলীগের মতো ফেছিবাদী এক ফুঁ- তে ফেলে দিয়েছি, ইসুব সরকারকে ফালাইতে লাগবে কেবল শুধু একটি জুতসই ‘ধমক’। গণভবনে দাঁড়াইয়া কেবল একটা ধমক খিচিবো — ইউসুব সরকারের রাজত্ব খানখান হয়ে মাটিতে মিশে যাবে৷ জিয়ার সৈনিক.... এক হও এক হও....”
“গত সতের বছরে এমন ধমক কোথায় ছিল?”
এমন প্রশ্নের জবাবে ফেত ফেত করে কাঁদতে কাঁদতে ফ্যাতাউর বলেন, “সতের বছর গুহাবাসী ছিলুম। সাতক্ষীরা সিমান্তে গুহায় বসবাস করিতাম, সেইখানেই খাওয়া-দাওয়া ঘুম আর একখানা পায়খানা ছিলো যেইখানে বইসা স্বৈরাচারের পতন ঘটানর প্ল্যান করিতাম৷ মাঝেমাঝে নামাজ কালাম পড়িয়া খুদার কাছে খালি বদদোয়া করতাম৷ নফল নামাজে খুনি ডাইনি হাছিনার মৃত্যু কামনা করিতাম। হাসিনার মৃত্যু হইলেই আমাদের ক্ষমতায় আসা সহজ হইত। এইযে বদদোয়া করেছি সতের বছর গুহায় থেকে, তাতেই হাছিনার পতন হইছে৷ সতেরো বছর একটানা খালি বদদোয়াই করেছি৷ ”
আতাউর ইবনে ফাতাউর ওরফে গুঁজা আতাউরের এই হুমকিতে ভয় পেয়েছে ইউসুব সরকার, সর্বশেষ খবর অনুযায়ী ইউসুব সরকারও গুঁজা আতাউরের এই হুমকিতে গর্তে লুকাবে৷