চিন্ময় বলেন, আমি শপথ নিয়েছি জেল থেকে ছাড়া পেলে হিন্দুধর্মের সকল ইয়ং ছেলেদের কুংফু শেখাবো। এখন আমার প্রধান কাজ শাউলিন কুংফু শেখা, তাই কারাগারেই কারা সাথীদের সংগে কুংফু প্রাকটিস করছি।
জেল প্রতিবেদক. গদি মিডিয়া ইন
হিন্দুদের আত্মরক্ষা শেখানোর জন্য কুংফু-কেরাত শিখতে শুরু করলেন সদ্য আরামদণ্ড প্রাপ্ত বিশিষ্ঠ কৃষ্ণ প্রেমী ইসকন গুরু চিন্ময় কুমার দাস।
আজ সুবিখ্যাত শাউলিন টেম্পলের বারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তার এক ভক্ত।
চীনের হেনান প্রদেশে অবস্থিত এক সময়ের চীনের রাজধানী লুইয়াং থেকে ৬০ কিমি দক্ষিণে অবস্থিত ‘শাউলিন টেম্পল’ পৃথিবীর অন্যতম একটি বিখ্যাত স্থান, চিন্ময় মনেমনে নিজেকে সেখানের ছাত্র ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ
চিন্ময় কৃষ্ণ প্রভুর ‘গোপন ভিডিও’ ফাঁস
ইসকনের প্রভু চিন্ময় কুমার দাসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা কোথা হতে এলো?
জেলের শিক ধরে আত্মবিশ্বাসের সাথে চিন্ময় বলেন, “ এই শাউলিন টেম্পলকে ঘিরে পৃথিবীজুড়ে অনেক কিংবদন্তি ও রহস্য প্রচলিত রয়েছে। বিস্ময়কর মার্শাল আর্ট, কুংফু শিল্পের উৎপত্তি ও বিকাশ এই শাউলিন টেম্পলকে ঘিরেই। জেট লি, জ্যাকি চেন কিংবা ব্রুস লিকে যারা চিনেন তাদের কাছে শাউলিন টেম্পল নামটি মোটেও অচেনা নয়। এটিই সম্ভবত চীনের সবচেয়ে বিখ্যাত মন্দির। শুধুমাত্র দীর্ঘ ইতিহাস আর সনাতন ধর্মের বিকাশের জন্যই এটি বিখ্যাত নয়। এর সবচেয়ে বড় খ্যাতি মার্শাল আর্ট এবং কুংফুর জন্য। ছোটবেলায় স্বপ্ন ছিলো এখানের ছাত্র হব। কিন্তু বাল্যে গরীব থাকায় আমার পরিবারের সম্ভব হয়নি চীন পাঠানোর৷ বড় হয়ে যাব যাব করে যাওয়ার আগেই জেলে ঢুকিয়ে দিলো।”
চিন্ময় বলেন, আমি শপথ নিয়েছি জেল থেকে ছাড়া পেলে হিন্দুধর্মের সকল ইয়ং ছেলেদের কুংফু শেখাবো। এখন আমার প্রধান কাজ শাউলিন কুংফু শেখা, তাই কারাগারেই কারা সাথীদের সংগে কুংফু প্রাকটিস করছি।
শাউলিন টেম্পলে কুংফু শিখতে আসা শিক্ষার্থীদের ডিসাইপল বলা হয়, কিন্তু আমি তো সেখানে যেতে পারিনি । তাই নিজের নামের আগের সন্যাসী ফেলে দিয়ে ডিসাইপল নাম ধারণ করবেন বলেন । তিনি বলেন, আজ থেকে আমার নাম ডিসাইপল চিন্ময় কুমার দাস।
ডিসাইপল চিন্ময় কুমার দাস আরো বলেন, চারিদিকে যে হারে হিন্দু দমন-পীড়নের দৌরাত্ম্য বেড়েছে তার জন্য প্রত্যেক হিন্দুরই কুংফু-কেরাত শেখা দরকার। তিনি বিশ্ববাসির প্রতি হুমকি দিয়ে বলেন, সাব্বি সাত্তা সুখিতা ভবনতু।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিসাইপল চিন্ময় কুমার দাস বলেন, নিজের পরিচালিত ইসকন কর্তৃক কুংফু শেখানোর পরিকল্পনা করছেন তিনি।
নোট: এটি কিংবদন্তী মতিকন্ঠ হইতে নকল করা