গদিবেদক. গদি মিডিয়া ইন
সম্প্রতি জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ-এর অনুষ্ঠান ঠেকিয়ে দেয়ার কারণ হিসেবে চুদিরভাই ইমন নামক একজন সমন্বয়ক পরিচয়ে বলেন, — “আমরা ৫ অগাস্টের পর এই মঞ্চটিকে ‘মীর মুগ্ধ মঞ্চ’ নাম দিয়েছি। কিন্তু বসন্ত উৎসবের লোকজন সব জায়গায় এটিকে উন্মুক্ত মঞ্চ বলে পরিচয় দিচ্ছে। সাত মাস ধরে আমরাই মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি।”
তার এই বক্তব্যের পর গদি মিডিয়া বেশ চিন্তিত! বালেশ্বর বাল, হরিদাস পাল, দেশের পুটু মেরে সাড়া করে দেওয়া স্বার্থপর ক্ষাণকির পুলায়ে ইমনরা এখন আওয়ামিলীগের মতোই "বঙ্গবন্ধু" স্টাইলে নাম ভাঙিয়ে খাচ্ছে—এরা "মীর মুগ্ধ", "আবু সাঈদ" দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করছে।
সুতরাং ভবিষ্যতে এরা ‘মীর মুগ্ধ’ ‘আবু সাঈদ’দের নাম আরো কোথায় কোথায় রাখতে পারে তা নিয়ে গদি মিডিয়ার আজকের এই ফটো গ্যালারি। আমরা আপনার অনুভূতিকে সম্মান করি না৷ সুতরাং আপনি ব্যথিত হলেও আমাদের কিছু করার নেই। আমরা আপনার অনুভূতিকে সর্বোচ্চ আঘাত করব।