বিশ্বস্ত সূত্র নাম না জানানোর শর্তে বলেন, গত পঁচিশে ডিসেম্বর বড়দিনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
![]() |
মার্টিন সলোমন ফারুকী। ছবি: বিবিসি |
বিনোদন ডেস্ক. গদি মিডিয়া ইন
বাংলা টেলিছবি নির্মাতা ও বর্তমান সরকারের সংস্কৃতিক উপদেষ্টা, ছবিয়ালের বেড বয় শ্রি মোস্তফা সরোয়ার ফারুকী রহমাহুল্লাহ খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। খ্রিস্টধর্ম গ্রহণ করিয়া তিনি তার নাম রেখেছেন মার্টিন সলোমন ফারুকী।
বিশ্বস্ত সূত্র নাম না জানানোর শর্তে বলেন, গত পঁচিশে ডিসেম্বর বড়দিনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সূত্রটি জানায়, অনেক আগ থেকেই যিশু খ্রিস্টকে নিয়ে পড়াশোনা ছিলো ফারুকীর, সেই জানাশোনা থেকেই ভালো লাগা, ভালো লাগাতে লাগাতে লাগাতে লাগাতে ভালোবাসা জাগিলো। টানিয়া টুনিয়াও মেট্রিকুলেশন পাশ যদিও দেননাই তিনি তথাপি জ্ঞেন বিজ্ঞানে তার আগ্রহও অবদান বেশি ছিলো। ফারুকীর সিনেমা জুড়িয়া কেবল জ্ঞেন বিজ্ঞান।
গভীর রাতে শেখ হাসিনার বাড়ি ভ্রমণ করে ছবির জন্য বরাদ্দকৃত বহু টেকাটুকা মারিয়া নিজ বউকে আওয়ামিলীগের ছিঃনেমায় অভিনয় করাইয়া দশকাঠা জমি হাতাইবার তালে থাকা মার্টিন ফারুকী বলেন, “বহু তো এসলাম ধর্মে থাকা হইল, আর কত? এইবার একটু আবহাওয়ার নেয় রিলিজিয়ন পরিবর্তন করিয়া দেখলাম। খারাপ না, ভালই তো। ”
এখনো কি গাঁজা খান? প্রশ্নের উত্তর এড়িয়ে মার্টিন বলেন, “সামনে আরো ছিঃনেমা উপহার দেব। পরবর্তী ছিঃনেমা সকল যিশুর জীবনির ওপর হইবে। আশাকরি সকল সিনেমা হলে টিকিট খরিদ করিয়া দেখবেন। অনেক ছুরের ঘরের ছুর আছে টরেন্ট ইয়ুজ করে, সংস্কৃতি টিকাইতে হইলে আমাদিগকে টরেন্ট বাদ দিয়া পেক্ষাগৃহে যাইতে হবে। অনেক শিল্পী রহিয়াছেন ভিক্ষা করে, এই ভিক্ষুক শিল্পীদের পুনর্বাসন করিতে হইবে৷ ”
পরবর্তীতে রিলিজিয়ন চেঞ্জ হতে পারে কি?, এমন প্রশ্নের উত্তরে মার্টিন ফারুকী বলেন, “ফাক ইওর অপিনিওন।”
আরও পড়ুনঃ
গীতা পড়ে হিন্দুধর্ম গ্রহণ করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
হিন্দুধর্ম গ্রহণ করলেন জনি সিনস
হিন্দুধর্ম গ্রহণ করলেন ইলন মাস্ক!
হিন্দুধর্ম গ্রহণ করলেন মির্জা ফখরুল
বিশেষ লাইভে যুক্ত হয়ে সনাতনধর্ম গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম!
‘হিন্দু ধর্ম’ গ্রহণ করলেন মেসি